লম্বা সময় ধরে যদি প্লাস্টিকের বোতলে পানি রাখা হয় এবং এটি যখন সূর্যের আলোর সংস্পর্শে আসে, তখন বোতলের ভেতরে মাইক্রো প্লাস্টিক তৈরি হতে থাকে এবং সেই মাইক্রো প্লাস্টিক পানির মধ্যে বের হতে থাকে। এই প্লাস্টিকের বোতল তৈরি করার সময় Biphenyl-A নামক একটি উপাদান দিয়ে তৈরি করা হয়। অনেক লম্বা সময় সেই প্লাস্টিকের বোতলে পানি থাকলে আস্তে আস্তে উপাদানটি বের হতে থাকে। যেটি আমাদের হরমোনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। কাজেই সুস্থ্ থাকতে পানির বোতল ব্যবহারের সময় প্লাস্টিক নয়, চেষ্টা করুন কাচ, স্টেইনলেস স্টিল অথবা কপার জাতীয় ধাতব উপাদান দিয়ে তৈরি করা বোতল ব্যবহার করার। এ ধরনের মারাত্মক সমস্যা থেকে দূরে থাকতে হলে প্লাস্টিকের বোতলে পানি পান করা বন্ধ করতে হবে।
ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.facebook.com/reel/497114392714678