মানবিক দিক বিবেচনা করে অসহায় গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম।
তবে সেখানে ত্রাণ পৌঁছে দিতে যাওয়া এই সাহসী অভিযাত্রীদের থামিয়ে দেয় ইসরায়েলি নৌ কমান্ডোরা। তাকেসহ আটক করে প্রায় ৫০০ মানবাধিকার কর্মীকে।
মোট ৪৫টি জাহাজ নিয়ে তারা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ব্যানারে গাজার উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে পুরো বহরকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। আটককৃতদের মধ্যে ১৪১ জনকে ছেড়ে দেওয়া হলেও শহীদুলসহ বাকিদের এখনো কারাগারে আটকে রাখা হয়েছে।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তাকে বর্তমানে নেগেভের কেৎজিওত কারাগারে আটক করে রাখা হয়েছে।
দ্য গার্ডিয়ান জানায়, গ্রেটা মারাত্মক পানিশূন্যতায় ভুগছেন, পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না। কারাগারের তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলার কথাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে ইসরায়েলের দাবি, ফ্লোটিলা কর্মীরা খুব অল্প ত্রাণসামগ্রী বহন করেছিলেন এবং ইসরায়েলের মাধ্যমে তা গাজায় পাঠাতে রাজি হননি। তাদের অভিযোগ এটি মূলত উসকানি সৃষ্টির অভিযান। তবে আন্তর্জাতিক মহল এ অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।