গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আগতদের আপায়ন করাবে গাজীপুর বিএনপি। এছাড়াও বৃহত্তর গাজীপুর থেকে প্রায় কয়েক লক্ষ লোকের সমাগমগ ঘটানো হবে বলেও তিনি জানান।
আজ মঙ্গলবার রাজধানীর বারিধারায় নিজ বাস ভবনে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের গণতন্ত্রের রাজপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে পুরো দেশবাসীর ন্যায় গাজীপুরের জনগন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ২৫ ডিসেম্বর সকালে আমাদের সেই অপেক্ষার অবসান হবে বলে আমরা আশা করি।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, আগামী ২৫ তারিখ দীর্ঘ দেড় যুগ পর দেশে আসছেন আমাদের প্রাণপ্রিয় নেতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনার আগমনকে স্মরনীয় করে রাখতে আমাদের বিএনপির প্রস্তুতি আছে সারা বাংলাদেশ ব্যাপী। বিশেষ করে গাজীপুর যেহেতু ঢাকার পার্শ্ববর্তী তাই এখানে আমাদের দায়িত্ব একটু বেশি।
তিনি বলেন, আমাদের গাজীপুর থেকে বিপুল সংখ্যক লোক ২৫ তারিখে আসবে বলে আমরা আশা করছি। আমাদের গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি বেশ কয়েকদিন আগে থেকেই নেয়া শুরু করেছি। ইতোমধ্যে আমরা গাজীপুর মহানগর বিএনপি সংবর্ধনা মঞ্চ ৩০০ ফিটে হচ্ছে সেটা পরিদর্শন করলাম। তারপরে পরবর্তীতে আমাদের লোকজন কোথায় আমরা অবস্থান করবে সেটাও আমরা নির্ধারণ করে রেখেছি।। কারণ সারা বাংলাদেশ থেকে যেহেতু লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটবে সেদিন ঢাকা শহরে। তো আমরা আগে থেকেই আমাদের আগের দিন রাত ২৪ তারিখেই আমরা আমাদের গাজীপুরের অধিকাংশ লোক যেন এখানে অবস্থান করতে পারে তাদের খাবার এবং পানিসহ সুব্যবস্থা করা সেগুলার জন্য আমরা একটি স্থান ৩০০ ফিটের কাছেই করে রেখেছি। সেটা আমরা পরিদর্শন করে এসেছি।
তিনি বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে জনগণের মাঝে এবং আমাদের নেতাকর্মীদের মাঝে একটা উৎসবমবুখর পরিবেশ বিরাজ করছে। কারন উনি হচ্ছেন গিয়ে বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দলমত নির্বিশেষে সকলেই মনে করে যে বাংলাদেশ এখন তারেক রহমানের হাতেই নিরাপদ।
তিনি বলেন, বর্তমানে যে সংকটাপন্ন অবস্থা চলছিল উনি দেশে আসার পরে আশা করি সেই সংকট কেটে যাবে সারা বাংলাদেশে।
তিনি বলেন, গাজীপুর থেকে যারা ঢাকা আসবেন তাদের জন্য আমরা বাস ট্রাকের পাশাপাশি ট্রেনের ব্যবস্থা করেছি। স্পেশাল দুইটি ট্রেনের ব্যবস্থা করেছি সকাল সাড়ে সাতটা এবং সকাল ১০ টা ২০ মিনিটে। ট্রেনগুলো সকাল সাড়ে সাতটা জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে আসবে ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত এবং তার পরবর্তীতে আবার আরেকটি ট্রেন আছে ১০ টা ২০ মিনিটে । এই দুইটি ট্রেন আমরা স্পেশাল ট্রেন হিসেবে আমাদের নেতাকর্মী এবং সাধারণ জনগণ যারা আসতে চায় সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।
বিএনপির এই নেতা বলেন, সারা বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে যারা ঢাকায় আসবে তাদের জন্য আমরা একটা অভ্যর্থনা কক্ষ করেছি। টঙ্গীর ইজতেমা স্থলে এজতেমা মাঠ যেটা টঙ্গীর সেই বিশ্ব ইজতেমা মাঠের পাশে সেখানে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে গাজীপুর বিএনপি। রাত বারো টার পর থেকে গাড়িগুলো আসা শুরু করবে সেই রাজশাহী বগুড়া চাপাইন নবাবগঞ্জ পঞ্চগড় ময়মনসিংহ থেকে। ঢাকায় ঢুকতে একটু দেরি হলে টঙ্গীতে একটু বিশ্রাম নিয়ে নেবে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে যারা ঢাকায় আসবে তাদের জন্য একটু পানির ব্যবস্থা করেছি, একটু শুকনা খাবারের ব্যবস্থা করেছি যেন তারা এসে তারপর সভাস্থলে যথা সময়ে যেতে পারে।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমি গাজীপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছি এবং সেখানে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি এবং জনগণ যে বহুল প্রতীক্ষিত নিরবাচন দীর্ঘ ১৮ বছর পর হতে যাচ্ছে মানুষ সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং একটি উৎসবমুখর পরিবেশ গাজীপুরে বিরাজ করছে।গাজীপুরের জনগণের সমর্থনে ভোট নিয়ে আমরা আশা করি গাজীপুর ২ আসন তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
তিনি বলেন, গাজীপুর-২ আসনটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ আসন এবং সবচেয়ে বেশি ভোটার ইনশাআল্লাহ এই আসনটি আমরা যেভাবে ৯১ সালে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে আমরা নির্বাচনে জয়ী হয়েছিলাম তো এবারও ইনশআাল্লাহ সেই রেকর্ডটি আমরা করতে চাচ্ছি।