ভোক্তাপর্যায়ে আবারও কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা, যা পূর্বের ১ হাজার ২৪১ টাকা থেকে ২৬ টাকা কম। একইসঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে কার্যকর এ নতুন দাম।
আজ রবিবার (২ নভেম্বর) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে অক্টোবর মাসে এলপিজির দাম ২৯ টাকা ও অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালে এখন পর্যন্ত ৭ দফা বেড়েছে এবং ৪ দফা কমেছে এলপিজি ও অটোগ্যাসের দাম; এক দফা ছিল অপরিবর্তিত।