দেশের বেকার যুবকদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংক এর কর্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরকিল্পনা পর্যালোচনা র্শীষক সভা আজ ২৫ সপ্টেম্বের প্রধান র্কাযালয়ে অনুষ্ঠতি হয়ছে। সভায় অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচবি নাজমা মোবারক প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মশিউর রহমান-এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকরে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচবি মো: সাঈদ কুতুব, যুগ্মসচিব মাকছুমা আকতার বানু, উপসচিব (সচিব মহোদয়ের একান্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমা দেশের প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ও কর্মসৃজনে অধিক ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করনে। তিনি পরিবেশবান্ধব প্রকল্পে অধকি পরিমাণে ঋণ বৃদ্ধির পরার্মশ প্রদান করনে। এ সময় তিনি অধিক সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের অর্থায়নের মাধ্যমে কর্মসৃজনের ওপর গুরুত্বারোপ করেন।
ড. এ এফ এম মতিউর রহমান সভাপতির বক্তব্যে বেকার যুবকদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংকের ভূমিকা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে নবিড়িভাবে সম্পৃক্ত বলে মন্তব্য করেন। এ সময় তিনি দেশের কর্মহীন যুবকদের উদ্যোক্তায় পরিনত করার প্রতশ্রিুতি ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে দেশে আত্মনির্ভর দক্ষ ও কর্মক্ষম তরুণ প্রজন্ম গড়ে তোলার জন্য কর্মসংস্থান ব্যাংক চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছে বলে জানান। এ সময় কর্মসংস্থান ব্যাংক কেবল ঋণদাতা প্রতিষ্ঠান নয়, বরং উদ্যোক্তা তৈরির এক সৃজনশীল কন্দ্রে হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও জানান তিনি।
সভায় বেকার যুবকদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংক এর কর্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরকিল্পনার তথ্য তুলে ধরেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মতিউর রহমান।
এদিকে কর্মসংস্থান ব্যাংকের ২৮তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান সচিব ব্যাংকের সকল গ্রাহক, অংশীজন, শুভান্যুধ্যায়ী ও সকল কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।