দেশে এক দিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে; কিন্তু নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দুই মাসের বেশি সময় পর ফের ২ শতাংশ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০২ শতাংশে।
এর আগে গত ১৬ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের নিচে নামে। মাঝে ১৯ অক্টোবর শনাক্তের হার ২ শতাংশের বেশি হলেও ২০ অক্টোবর থেকে দৈনিক শনাক্তের হার দুই শতাংশের নিচেই ছিল।।
সূত্রমতে, শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে। শুক্রবার আরও একজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে মোট ২৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ২৯২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪১ হাজার ৯৫৬ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন। বৃহস্পতিবার দেশে ৩৮২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ২ জনের। সেই হিসাবে নতুন রোগীর সংখ্যা এবং মৃত্যু দুটোই কমেছে গত এক দিনে।
দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্তদের মধ্যে ২৯১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা যা মোট আক্রান্তের ৮৫ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৯টি জেলায় কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি।
সত্তরোর্ধ্ব যে নারী মারা গেছেন, তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশের বাকি সাত বিভাগে গত একদিনে কোভিডে কারও মৃত্যুর খবর আসেনি।