শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আট মাসের ব্যবধানে আবারও বাড়ল নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি

    নিজস্ব প্রতিবেদক

    ২০ অক্টোবর, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

    আট মাসের ব্যবধানে আবারও বাড়ল নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি
    ছবি: সংগৃহীত

    মন্ত্রণালয় বা বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের সম্মানি বা পারিতোষিক হার বাড়িয়ে তা পুনঃনির্ধারণ করেছে সরকার। 

    আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার স যুগ্নসচির ড. মোঃ ফেরদৌস আলম সই করা এক পরিপত্রে সম্মানির হার পুনঃনির্ধারণ করা হয়।

    এতে বলা হয়, নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য নির্ধারিত খাতভিত্তিক সম্মানি বা পারিতোষিক হার নির্দেশক্রমে পুনঃনির্ধারণ করা হলো। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আগে দেওয়া হতো পাঁচ হাজার টাকা। এটি এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানি প্রতি সভার জন্য জনপ্রতি এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য/বিশেষজ্ঞদের সম্মানি প্রতিদিনের জন্য জনপ্রতিও এক হাজার টাকা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়েছে।

    প্রতিটি পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে। আর প্রতিটি অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য সম্মানি ৩০ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

    এছাড়া লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় জনপ্রতি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীর সম্মানি প্রতিদিনের জন্য বাড়িয়ে গ্রেড অনুসারে ১ হাজার দুইশত, এক হাজার এবং আটশত টাকা করা হয়েছে।

    কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানি ৩ হাজার পাঁচশথ টাকা ও লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানী প্রতিদিনের জন্য বাড়িয়ে এক হাজার আটশত টাকা করা হয়েছে।

    এ প্রজ্ঞাপনে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- প্রশ্নপত্র প্রণয়নের জন্য একটি সম্মানি প্রাপ্য হবেন। একই কার্যদিবসে একাধিক সভার ক্ষেত্রে সংশ্লিষ্টরা একটি সম্মানি পাবেন। একই কার্যদিবসে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হলে সর্বোচ্চ দুইটি সম্মানি পাবেন। সরকারি স্কুল-কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোনো অবস্থাতেই কেন্দ্র ফি বা অন্য কোনো প্রকার চার্জ প্রদান করা যাবে না।

    উল্লেখ্য, এর আগে চলতি বছর ১৩ ফেব্রুয়ারি অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনে সম্মানির হার পুনঃনির্ধারণ করা হয়েছিল।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ২০ অক্টোবর, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ২০ অক্টোবর, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন