মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের সঙ্গে সম্প্রতি এমওইউ স্বাক্ষর হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জানুয়ারির মধ্যেই দেশটিতে কর্মী যাওয়া শুরু হতে পারে বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিএমইটির ডাটাবেজ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পরে জানাবে মন্ত্রণালয়। এর আগে কারও সঙ্গে আর্থিক লেন দেন না করাসহ বেশ কিছু সতর্কতা জারি করে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।
