মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে এমওইউ সাক্ষরকে স্বাগত জানিয়েছেন সাধারণ রিক্রুটিং এজেন্সি মালিকরা। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে অভিনন্দন সহ সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়া শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
রোববার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ সভাপতি এম টিপু সুলতান তার বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সিন্ডিকেট নাকচ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, মাননীয় মন্ত্রীর সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থানের পরেও দুঃখজনক ভাবে সিন্ডিকেট চক্র বিভিন্ন উপায়ে সিন্ডিকেটের অপচেষ্টা অব্যাহত রেখেছে।
এম টিপু সুলতান বলেন, সাধারন রিক্রুটিং এজেন্সি মালিকবৃন্দ মালয়েশিয়া শ্রমবাজারে যে কোন সংখ্যার সিন্ডিকেটের অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তত রয়েছে।প্রয়োজনে সিন্ডিকেটের অপচেষ্টা বন্ধে কঠোর আন্দোলনের মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের অপচেষ্টা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
মন্ত্রীকে অভিনন্দন এবং মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের অপচেষ্টা করলে জড়িত সিন্ডিকেটের হোতাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ার প্রদান করে আরও বক্তব্য রাখেন বায়রা সদস্য কল্যাণ পরিষদ মহাসচিব লিমা বেগম, রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ মহাসচিব-আরিফুর রহমান, বায়রা গনতান্ত্রিক ফ্রন্ট মহাসচিব- মোজাম্মেল হক, একেএম বজলুর রহমান, কাজী আব্দুর রহিম, আক্তার হোসেন, ইনাম আব্দুল্লাহ মহসিন,শাহিন উদ্দিন আক্তার হোসেন, সোহেল রানা, মোহাম্মদ আজাদ, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, কামাল হোসেন, নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন, কামরুল ইসলাম, মোহাম্মদ হাফিজ, ফিরোজ উদ্দিন, হান্নান হাওলাদার, মোহাম্মদ ইলিয়াস, জাহিদির রহমান প্রমুখ।