তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ ডিসেম্বর মালের উদ্দেশে রওনা হয়ে ২৪ ডিসেম্বর ঢাকা ফিরবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার সন্ধ্যায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর এ সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে ড. মোমেন জানান।
তিনি আরও বলেন, মালদ্বীপ আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অগ্রসর মালদ্বীপে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। দেশটি সম্প্রতি আরো কিছু দ্বীপে পর্যটন রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে। এতে ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করা যায়।
ড. মোমেন বলেন, সম্প্রতি মালদ্বীপ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে তাদের শিক্ষার্থী-নাগরিকদের প্রেরণের প্রস্তাব করায় দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবারের সফরে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত করারোপ, যুব ও ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে মালদ্বীপকে উপহার হিসেবে ১৩টি সামরিক যান দিচ্ছে বাংলাদেশ। সেগুলো এরই মধ্যে মালদ্বীপে পাঠানো হয়েছে। সেগুলো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হস্তান্তর করা হবে।