চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে ৯২তম কমিশন বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি। এ ধাপে ভোটগ্রহণ হবে ২১৯ ইউপিতে। আর সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এটাই শেষ ধাপের নির্বাচন। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে। এক্ষেত্রে যখন যে ইউপি নির্বাচনযোগ্য হবে, সে ইউপির তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২ ইউপিতে এবং আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।