শিরোনাম
  • পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের বৃত্তি পেল সেরা ১৫ জন স্কুল ক্রিকেটার শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, অ্যাসেম্বলি বন্ধ থাকবে সবার চাওয়া সুষ্ঠু ও পক্ষপাতহীন উপজেলা নির্বাচন: ইসি আহসান হাবিব  তরুণদের উদ্ভাবনী জ্ঞান ও বিজ্ঞানমনস্ক চিন্তাকে কাজে লাগাতে হবে : স্পিকার ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে :  কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনায় নতুন নির্দেশনা জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে: পরিবেশমন্ত্রী  বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা ও ব্যাংককের পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর
  • মোবাইল গেমসের ঝুঁকিতে উঠতি তরুণ-তরুণীরা

    মোঃ জাকির হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

    ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ন

    মোবাইল গেমসের ঝুঁকিতে উঠতি তরুণ-তরুণীরা
    মোবাইল গেমসে ব্যস্ত তরুণরা

    প্রযুক্তির উৎকর্ষে তরুণ-তরুণীরা প্রতিনিয়ত বিনোদন খুঁজে ফিরছে কম্পিউটার বা স্মার্ট ফোনের পর্দায়। তন্মধ্যে পাবজি ও ফ্রী- ফায়ার একটি  মোবাইল ডিভাইস প্রোগ্রাম। বর্তমানে তরুণ  তরুণীদের পছন্দের কেন্দ্রবিন্দুতে উপনিত হয়েছে গেমিং সিস্টেম প্রোগ্রাম। এই গেমিং সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে তরুণ তরুণীরা বিভিন্ন ধরনের ডিভাইস গেমস খেলে বিনোদন পেয়ে থাকেন, ফলে এই ডিভাইস গেমস খেলার কারণে তরুণ তরুণীদের আকর্ষণটা চলে যাচ্ছে আসক্তির পর্যায়ে।

    অবাক করার বিষয় হলো বিভিন্ন ডিভাইস গেমস খেলার প্রতি নেশাকে একটি মানসিক রোগ হিসাবে তালিকাভুক্ত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই ডিভাইস গেমসের ব্যাপক প্রচলন রয়েছে। লাঙ্গল বাঁধের পাশ্ববর্তী এলাকা যেমন- উলুবাড়িয়া,বন্দেখালি, চর মালিথীয়া, নতুন ভুক্ত মালিথীয়া, মাশালিয়া, ঠাকুর মালিথীয়া, চাকদা ও চর চাকদা সহ লাঙ্গল বাঁধের প্রত্যন্ত অঞ্চলের তরুণ তরুণীরা মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

    লাঙ্গল বাঁধের  স্কুল কলেজের বেশ কয়েক জন  শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, উঠতি বয়সের অধিকাংশ তরুণ তরুণী পড়া লেখা বাদ দিয়ে মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে,যার ফলশ্রুতিতে সমাজে ব্যাপক সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ ছাত্রের সাথে জাগো কন্ঠের  প্রতিনিধি কথা বলে জানতে পারে কলেজের অনেক মেধাবী শিক্ষার্থীই তাদের একাডেমিক কার্যক্রম ফেলে রেখে গেমস নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, এমনকি গেমস খেলে সারাটা দিন অতিবাহিত করে দেন। গেমসে আসক্ত হয়ে তারা খারাপ কাজও করতে দ্বিধাবোধ করেন না।

    সুশীল ও বিজ্ঞজনদের আবেদন আগামীর এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে পরিচালনা করতে হলে অবশ্যই  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।




    স্পেশাল রিপোর্ট - এর আরো খবর

    দুই মেয়েকে নিয়ে এক মায়ের সংগ্রাম

    দুই মেয়েকে নিয়ে এক মায়ের সংগ্রাম

    ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ন

    মেট্রোরেল বদলে দিয়েছে ঢাকাবাসীর জীবনচিত্র

    মেট্রোরেল বদলে দিয়েছে ঢাকাবাসীর জীবনচিত্র

    ১৭ ডিসেম্বর, ২০২১ ১০:৪৭ পূর্বাহ্ন