মানিকগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়ালো শতরূপা ফাউন্ডেশন

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

১৩ জানুয়ারী, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ন

মানিকগঞ্জে শীতার্তদের পাশে দাঁড়ালো শতরূপা ফাউন্ডেশন

ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থা শতরূপা ফাউন্ডেশন। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ প্রাঙ্গনে দেড় সহস্রাধিক অসহায় ছিন্নমূল নারী পুরুষের মাঝে শীত বস্তু হিসেবে কম্বল তুলে দেন শতরূপা ফাউন্ডেশন।

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত মানিকগঞ্জের  অসহায় মানুষের মাঝে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংস্থার কর্তা ব্যক্তিরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: কবির হোসেন বলেন, কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ মানিকগঞ্জ শহরে হতদরিদ্র ও ভবঘুরে মানুষ এখন মানবেত জীবন যাপন করছেন। তিনি শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর মত অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা ও সামর্থ্যবান ব্যক্তিদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্মসচিব মো: রমজান আলীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন  মানিকগঞ্জ পৌরসভার  ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো আবু মোহাম্মদ নাহিদ , শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্মসচিব শফিকুল ইসলাম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শফি আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বাধীন লাভলু, ডিজাইন এক্সপ্রেস এর স্বত্বাধিকারী আর কে জুয়েল।

 দৈনিক সংবাদ সারাবেলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো: আরিফুর রহমান অরি ও স্বপ্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মানিকগঞ্জ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কম্বল বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সারাদেশ - এর আরো খবর

শিবগঞ্জে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

শিবগঞ্জে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

১৩ জানুয়ারী, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ন

পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

১৩ জানুয়ারী, ২০২৪ ১২:৪৪ অপরাহ্ন