জনবল সংকটে  চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর  হাসপাতাল

মোহাঃ সফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

২৮ এপ্রিল, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

জনবল সংকটে  চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর  হাসপাতাল

চরম জনবল সংকটে চলছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। ফলে একদিকে  রোগীদের সেবা দিতে অতিরিক্ত শ্রম দিতে  হচ্ছে হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেও,অন্যদিকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন,৩৯০ পদের বিপরীতে ১১৮টি পদই শূন্য রয়েছেএই হাসপাতালে। 

জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে,এ হাসপাতালে চিকিৎসকের মোট পদ রয়েছে ৬৯ডঁ, কর্মরত আছেন ৩৬ জন। শুন্য রয়েছে ৩৩ চিকিৎসকের পদ। ২১২টর নার্সের স্থলে রয়েছে ১৯২জন। শূন্য আছে ২০টি। সাপোট স্টাফের পদে ৩০টির কর্মরত আছেন২২জন,শুন্যরয়েছেআটটি। মেডিকেল টেকনোলোজিস্টপদে ২০ জনের স্থলে ১৫জন, শুন্য রয়েছে পাঁচজন । মেডিকেল টেকনিশিয়ান পদে ১৭ জনের স্থলে আছে ১১জন শুন্য আাছে ছয়টি পদ। অফিস সহায়ক, সুপারসহ অন্য পদে ৪০ জনের জন্য স্থলে কর্মরত আছে ৩২জন, শূন্য রয়েছে আটটি পদ। মেডিকেল অফিসার (হোমিও) ও ডেন্টাল সার্জন পদে একজন করে জনবল রয়েছে। এই দুটি পদে লোকবল সংকট নেই।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজির আহমদ বলেন, জনবল সংকটে আমরা রোগীদের  চিকিৎসা দিতে অতিরিক্ত শ্রম দিতে হচ্ছে। তারপরও শতভাগ রোগীর সেবা দিতে  পারছি না। তবে জনবল নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে। জেলা সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশীদ বলেন, পিএসসির অধীনে যেসব নিয়োগ হয় সেখানেতো আমাদের কিছুই করার থাকে না। তবে তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও আউট সোর্সিংয়ে নিয়োগ চলমান রয়েছে। আর রাজস্ব খাতে নতুন করে ৩৪ জনকে নিয়োগের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।
 




সারাদেশ - এর আরো খবর

শিবগঞ্জে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

শিবগঞ্জে অটো চার্জারের ধাক্কায় শিশু নিহত

২৮ এপ্রিল, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

২৮ এপ্রিল, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন