শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

    বিটিআরসির কমিশনার হলেন দিলজার হোসেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৬:৩৫ অপরাহ্ন

    বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার
    বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’ অনুযায়ী শ্যাম সুন্দরকে বিটিআরসির কমিশনার করার পর চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিন বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন।

    শ্যাম সুন্দর সিকদারকে সিনিয়র সচিবের পদমর্যাদা এবং সকল সুবিধা দেয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা জহুরুল হকের মেয়াদ শেষ হয় গত ৪ ডিসেম্বর।

    শ্যাম সুন্দর সিকদার শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০০৫ সালে উপসচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হন শ্যাম সুন্দর। এরপর তিনি লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৯ সালে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হন। এরপর তিনি যুগ্মসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

    ২০১২ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে থাকার সময় তিনি অতিরিক্ত সচিব হন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন শ্যাম সুন্দর। ২০১৩ সালে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হন।


    ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পান তিনি। ২০১৫ সালের ২ মার্চ সচিব হন। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয় শ্যাম সুন্দর সিকদারকে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব থাকাকালে ২০১৯ সালের ১ জানুয়ারি সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান শ্যাম সুন্দর। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি অবসরে যান তিনি। শ্যাম সুন্দর সিকদার একজন একজন কবি ও লেখক।

    বিটিআরসির কমিশনার হলেন দিলজার হোসেন:

    এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রাক্তন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য বিটিআরসির কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।




    জাতীয় - এর আরো খবর

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৬:৩৫ অপরাহ্ন

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৬:৩৫ অপরাহ্ন