ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার সড়কে অনিয়মের প্রতিবাদে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে রাজধানীর রামপুরা এলাকায় জড়ো হয়ে এই প্রতিবাদ জানান তারা। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের স্লোগানে মুখর করে তোলে ওই এলাকা।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত ৮ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানো হয়। এরপরদিন থেকে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হলে অর্ধেক ভাড়ার সঙ্গে আন্দোলনে নিরাপদ সড়কের দাবি যুক্ত হয়। এরইমধ্যে রামপুরায় আরেক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হলে আন্দোলন জোরদার করে শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলনের মুখে ১ ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে হাফ ভাড়া নেয়ার ঘোষণা দেয় সরকার। পরে গত মঙ্গলবার শুধু ঢাকার বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। তবে শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ সারা দেশে অর্ধেক ভাড়ার দাবিতে অনড় রয়েছে। এরই অংশ হিসেবে গত শুক্রবারও বিক্ষোভ করে শনিবার লাল কার্ড দেখানোর কর্মসূচি দেয় শিক্ষার্থীরা।
কাল প্রতীকী লাশের মিছিল: নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল রোববার শাহবাগ থেকে লাশের প্রতীকী মিছিল বের করার কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১২টায় মিছিল বের হবে। আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেয়া হয়।