বরিশালের একজন রিকশা চালকের মেয়ে সাদিয়া। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছে সে। অভাব-অনটনের সংসারে বেড়ে ওঠা মেয়ের এই কৃতিত্বপূর্ণ খবরে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও খুশি। তাইতো সাদিয়ার বাবাও বেশ কদর পাচ্ছেন সমাজে।
এ বিষয়ে সাদিয়া তার জানায়, আব্বারে জিগাইলাম, “আব্বা আমি যে মেডিকেলে চান্স পাইছি তুমি কি খুশি হইছো”?
আব্বা কইলো, “মা'রে গত দুইদিন ধইরা এলাকার লোকজন আমারে চায়ের বিল দিতে দেয়নাই। যেখানে গেছি লোকজন খুব আদর আপ্যায়ন করছে। আমি অনেক খুশি। আমার আর কিছু লাগবো না রে মা”। সম্মান পরিশ্রম দিয়েই অর্জিত হয়।