শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৩ আগস্ট আজম খানের বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি যুগিয়েছিল

    নিজস্ব প্রতিবেদক

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    ৩ আগস্ট আজম খানের বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি যুগিয়েছিল

    ছাত্র-জনতার তীব্র আন্দোলনে যখন গোটা দেশ উত্তপ্ত, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যখন নির্বিচারে গুলি করে আন্দোলন দমনের চেষ্টা চলছিল, ঠিক সেই মুহূর্তে তরুণদের উৎসাহিত করেছিলেন জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য আজম খান। গত ৩ আগস্ট নিজের ফেসবুক লাইভে এসে তিনি চলমান রাজনীতিকদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে রাষ্ট্র সংস্কারের জন্য তরুণ প্রজন্মের কাছে দায়িত্ব দেয়ার আহবান জানিয়েছিলেন। তার এই বক্তব্যের দুই দিনের মাথায় শেখ হাসিনা সরকারের পতন ঘটে।   

    ফেসবুক লাইভে এসে আজম খান বলেছিলেন-‘মনটা খুব খারাপ। গত একটা মাস যন্ত্রণা ভোগ করছি। ২০২১ সালের ৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে জাতির কাছে ক্ষমা চেয়ে আমি ব্যর্থ রাজনীতিবিদ হিসেবে ব্যর্থতার দায়-দায়িত্ব নিয়ে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। অনেক বড় বড় পদে আমি ছিলাম, রাজনৈতিক এসব পদ থেকে অবসর নিয়ে আমি আহবান জানিয়েছিলাম-আমরা রাজনীতিবিদরা এ সমাজকে কিছুই দিতে পারিনি। ৯৯ শতাংশ রাজনীতিবিদ লোভী, আমরা ভন্ড, কাজেই আমাদের রাজনীতি করার অধিকার নেই। আপনারা প্রবীণ রাজনীতিবিদরাও রাজনীতি থেকে পদত্যাগ করে নতুন প্রজন্মের কাছে দায়িত্ব দিন। আজকে দেখেছেন-তারুণ্য কীভাবে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। অথচ আমরা তারুণ্যকে অবহেলা করেছি। আমার ছেলেকেও বকেছি, সারাদিন কম্পিউটার টিপত। আমরা বলতাম তা ডিভাইসে আসক্ত, রাজনীতি সচেতন নয়। তাদের হাতে দেশ টিকবে না। সব ভুল ভেঙে দিয়ে আমাদেরকে বিস্মিত করেছে। ওরা দেখিয়েছে, ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ বড়। এই তরুণরা আমাদের স্বপ্ন দেখিয়েছে। তারা রাজনীতি না বুঝলেও আমাদের বুঝিয়েছে-ভবিষ্যৎ রাজনীতিটা কি। ওরা রূপকথার গল্প শোনেনি, গল্প শুনে বড়ও হয়নি। তবু তারা রূপকথার দৈত্যকে ঠিকই চিনে রেখেছে। দেশ সুস্থ্য নেই, দেশের মানুষ ভাল নেই। এভাবে ভাল থাকা যায় না। আমাদের ব্যর্থতা-আমরা এদেশকে ওদের উপযোগী করে রাখতে পারিনি। খেলার মাঠ রাখিনি। নদী-খাল-বিল সব দখল করে প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করেছি। তাদেরকে বেড়ে ওঠার কোন সুযোগ আমরা রাখিনি। অথচ ওরা বড় হয়ে কোন বাধাই তাদের কাছে বাধা হয়নি।

    আড়াই বছর আগে আমি জাতিকে বলেছিলাম, সমস্ত নেতাকে আহবান জানিয়েছিলাম, এ তরুণরা দেশকে সুন্দর করে গড়ে তুলবে, আমি যেভাবে অবসর নিয়েছি, আপনারাও বিএনপি-জামায়াত-আওয়ামীলীগের সব নেতা ব্যর্থ রাজনীতির দায়-দায়িত্ব নিয়ে রাজনীতি থেকে অবসর নেয়া উচিত। আজকে আরেকবার আহবান জানাচ্ছি, এখনও সময় আছে, আপনারা সব রাজনীতিবিদরা অবসরে যান, নতুন নেতৃত্বকে দেশ চালানোর সুযোগ করে দিন। তাদের মেধাকে কাজে লাগান, এদেশ সত্যি সত্যি একটা সুন্দর সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আজকে তরুণরা ঐক্যবদ্ধ করেছে, লক্ষ লক্ষ মা-বোন জনতা সবাই রাস্তায় নেমে এসেছে। আমার ছেলেকে ফোন করলাম-সে বলল আমিতো মিছিলে। আমি কি তাকে ঠেকাতে পারব? তারুণ্যকে কখনও ভয় দেখিয়ে ঠেকানো যায়? তাদেরকে ভালবাসতে হয়, আদর করতে হয়। আদর করে বুকে নিয়ে বুঝালে তারা বুঝবে। এছাড়া ভয় দেখিয়ে, গুলি করে কিছুই করা যায় না-এটা তরুণরা প্রমাণ করেছে। যারা বুক চেতিয়ে দেয় আবু সাঈদ, মুগ্ধর মত ছেলেরা, তাদেরকে আমরা কিভাবে আটকাবো। কাজেই আমার ছেলেকেও ফিরিয়ে আনতে পারবো না। জানি না সে লাশ হয়ে ফিরে আসবে নাকি লাশও গুম হয়ে যাবে। কাজেই আজ আবারও আহবান জানাচ্ছি-রাজনীতিবিদরা বসে সিদ্ধান্ত নিন, আমাদের রাজনীবিদদের আর রাজনীতি করার অধিকার নেই। রাজনীতিবিদরা রাষ্ট্র সংস্কার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছি। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এই তরুণ প্রজন্মকে দিন তাহলেই দেশ সুস্থ হবে, সুন্দর হবে, সবার ভালো হবে। সবাই সুখে থাকবে।’

    আজম খানের রাইড ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

    https://www.facebook.com/share/v/AxE1jLvXzKnA1vjo/?mibextid=qi2Omg
     




    সাতদিনের সেরা খবর

    বিশেষ কলাম - এর আরো খবর

    নির্বাচনী ব্যবস্থাপনার যেসব পরিবর্তন প্রয়োজন

    নির্বাচনী ব্যবস্থাপনার যেসব পরিবর্তন প্রয়োজন

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    আহত শামীমার দিন কাটছে ভীষণ অভাবে আর কষ্টে

    আহত শামীমার দিন কাটছে ভীষণ অভাবে আর কষ্টে

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি

    আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    মোবাইল মেকানিক সোহেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন

    মোবাইল মেকানিক সোহেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন

    হাজারো জনতার ভীড়ে আবু সাঈদকে খুঁজে ফিরছেন পিতা

    হাজারো জনতার ভীড়ে আবু সাঈদকে খুঁজে ফিরছেন পিতা

    ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৮ পূর্বাহ্ন