শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আহত শামীমার দিন কাটছে ভীষণ অভাবে আর কষ্টে

    ॥ রফিকুল ইসলাম সুইট ॥

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন

    আহত শামীমার দিন কাটছে ভীষণ অভাবে আর কষ্টে

    বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঘরে আর বসে থাকতে পারেননি গৃহিণী মোছাম্মৎ শামীমা সুলতানা।  বিশ^বিদ্যালয় পড়ুয়া ছেলে মিরাজকে সাথে নিয়েই গত ৪ আগস্ট  আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি।  কিন্তু সুস্থ শরীরে ঘরে ফেরা হলো না তার। আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে সীমাহীন কষ্টে দিন কাটছে তার।

    পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মোছাম্মৎ শামীমা  সুলাতানা (৪৩)।
    বিগত ২০২১ সালের ৬ এপ্রিল অসুস্থ হয়ে স্বামী আব্দুল্লা আল মামুন মারা যান। একমাত্র সন্তান  ছেলে মিরাজ হোসেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। 

    গত ৪ আগস্ট ১১ টার পর এডওয়ার্ড কলেজ গেট থেকে বৈষম্য বিরোধী মিছিল বের হয়ে পাবনা প্রেসক্লাবের পাশে আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে অবস্থান করে। ১২ টার দিকে সমাবেশ স্থলের উত্তর দিক থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি শুরু করে। পুলিশের হামলায় নিলয় ও জাহিদুল শহিদ হন। গুলির আওয়াজে আন্দোলনকারীরা এদিক ওদিক দৌড়াতে থাকে। এ সময় শামীমাও আহত হন। আহত শামীমাকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তার শরীরে অস্ত্রোপচার করেন। একটু সুস্থ হওয়ার পর ডাক্তাররা তাকে একুশদিন পরে দেখা করতে বলেন। কিন্তু শামীমার ব্যাথা আরো বাড়তে থাকায়  তার আগেই তিনি ডাক্তারের শরণাপন্ন হন। ব্যান্ডেজ খোলার পর চিকিৎসকেরা দেখতে পান তার পায়ের লিগাম্যান্ট ছিঁড়ে গেছে। তিনি  বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এ ব্যাপারে আহত শামীমার বিশ^বিদ্যালয় পড়ুয়া ছেলে মিরাজ হোসেন বলেন, আমি এবং আমার আম্মু প্রথম থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার বাবা বেঁচে নাই, মা অসুস্থ। এ অবস্থায় আমার লেখা পড়ার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আমরা ভীষণ অর্থনৈতিক সংকটে আছি। তিনি আরো বলেন, বাংলা মাকে বাচাঁতে আমার দুধ মা ভালো নাই। তবুও আমার বাংলা মা ভালো থাক। 

    এদিকে আহত শামীমা বলেন, ‘আমি প্রথম থেকেই আন্দোলনের পক্ষে ছিলাম। গত ৪ আগস্ট বাসায় ভালো লাগছিল না। তাই বের হয়ে আন্দোলনে যোগ দিয়েছিলাম। দুপুর ১২ টার দিকে পাবনা শহরের প্রেসক্লাব এলাকায় আন্দোলনকারীরা অবস্থান করে। সন্ত্রাসীরা যখন মিছিলে গুলি করে তখন আমি শহিদ নিলয়  এবং জাহিদুলের পাশেই ছিলাম। মিছিলে গুলি চালালে আন্দোলনকারীরা ছোটাছুটি শুরু করে। এসময় আমি রাস্তায় পড়ে যাই। আমার শরীরের ওপর দিয়ে অনেকেই পালানোর চেষ্টা করে। এ সময় আমি পদপিষ্ট হয়ে আহত হই। পাবনা জেলায় একমাত্র আহত নারী সম্ভবত আমি। আমি বিএনপি সমর্থিত মানুষ। আমার ছেলে মিরাজ ও ঐ মিছিলে ছিল। আল্লাহর রহমতে আমার ছেলে বেঁচে আছে।
    তিনি জানান, বর্তমানে সিএমএইচ  এ চিকিৎসা নিচ্ছি। কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ছেলের পড়াশুনা এবং সাংসারিক খরচ চালাতে পারছি না। আর্থিক সহযোগিতা প্রয়োজন। ছেলে ঢাকা থাকায় আমাকে বাড়িতে সেবা করারও কেউ নাই।  বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে অনেকেই  নিহত ও আহত হয়েছেন। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে যেন আর কোন বৈষম্য না থাকে এটাই আমার চাওয়া। আমার সুচিকিৎসার নিশ্চিতের এবং আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। (সূত্র: বাসস)।




    সাতদিনের সেরা খবর

    বিশেষ কলাম - এর আরো খবর

    নির্বাচনী ব্যবস্থাপনার যেসব পরিবর্তন প্রয়োজন

    নির্বাচনী ব্যবস্থাপনার যেসব পরিবর্তন প্রয়োজন

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন

    আহত শামীমার দিন কাটছে ভীষণ অভাবে আর কষ্টে

    আহত শামীমার দিন কাটছে ভীষণ অভাবে আর কষ্টে

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন

    আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি

    আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন

    মোবাইল মেকানিক সোহেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন

    মোবাইল মেকানিক সোহেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন

    হাজারো জনতার ভীড়ে আবু সাঈদকে খুঁজে ফিরছেন পিতা

    হাজারো জনতার ভীড়ে আবু সাঈদকে খুঁজে ফিরছেন পিতা

    ৩১ অক্টোবর, ২০২৪ ০৬:৩৬ পূর্বাহ্ন