সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও মানসিক নির্যাতনসহ হত্যার হুমকির মত গুরুতর অভিযোগ করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ডা. জাহানারা প্রথমে ৯৯৯-এ ফোন করে নির্যাতনের অভিযোগ করেন। পরে রাজধানীর ধানমণ্ডি থানায় ডা. মুরাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে ডা. জাহানারা এহসান অভিযোগ করেন, বিবাদী ডা. মুরাদ হাসান আমার স্বামী। তিনি বর্তমান সরকারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে আমাকে ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে আমাকে ও আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার উদ্যোগ গ্রহণ করলে আমি ৯৯৯ এ ফোন করি। এরপর ধানমণ্ডি থানা পুলিশ কল পেয়ে বাসায় পৌঁছালে তার আগেই সে বের হয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদী আমার ও আমার সন্তানদের যে কোন ক্ষতি করতে পারে।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ডা. মুরাদ হাসানের স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডি থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ এনেছেন। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি। তিনি কোথায় আছেন আমরা তা জানি না। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।