রাজধানীর গ্রীন রোডের ১৪ তলা বিশিষ্ট বহুতল ভবন আর, এইচ টাওয়ারের ৫ম তলার আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আজ বেলা ১১ টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ শুক্রবার ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গ্রিন রোডের আর এইচ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর থেকে ২টি ইউনিট,তেজগাঁও থেকে ৩ টি ও সদরদপ্তর থেকে একটি ইউনিটসহ মোট ৬ টি ইউনিট ঘটনাস্হলে পৌছে কাজ করে বৃহস্পতিবার বেলা ১১ টা ২০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে বেলা ১১ টা ৪০ মিনিটের সময় পুরোপুরিভাবে আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিসের সদস্যরা ।
রোজিনা আক্তার আরে বলেন, তবে, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি। এখন ড্রাম্পিংয়ের কাজ চলছে। এরিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এছাড়া হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে আরএইচ টাওয়ারে আগুন লাগার ঘটনায় ওই ভবনে অবস্থিত ছাত্রী হোস্টেল সহ আবাসিক লোকজন ভয়ে নিচে নেমে আসে। এসময় তাদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।