যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকতার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়িত হয়েছেন। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মেজবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই দুই সচিবকে মন্ত্রনালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে আকতার হোসেন অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মত একজন যোগ্য কর্মকর্তা আমাদের মন্ত্রণালয়ের জন্য প্রয়োজন ছিল। তবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে পদায়িত্ হওয়ায় আমরা তার সাফল্য কামনা করছি। নতুন কর্মস্থলেও তিনি আরও বেশি দক্ষতার পরিচয় দিবেন বলে আমার প্রত্যাশা।
অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মেজবাহ উদ্দিন পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত হওয়ায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তিনিও অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা হিসেবে জানি। এ মন্ত্রণালয়ে তার সেই দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে দায়িত্ব পালন করে আরও সফলতার পরিচয় দিবেন বলে আশা করছি। আমরা দুই সচিবের জন্যই সর্বোচ্চ সফলতা কামনা করছি।

মন্ত্রণালয় সূত্রমতে, মোঃ আখতার হোসেন ২০২১ সালের ২ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ১৬ সেপ্টেম্বর ২০১৯ হতে ১ জুন ২০২১ পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি অক্টোবর ২০১৪ হতে ১৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব প্রশাসন ও উন্নয়ন পদে কর্মরত ছিলেন। তার আগে মার্চ ২০০৯ হতে সেপ্টেম্বর, ২০১৪ পর্যন্ত তিনি স্থানীয় সরকার বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন এবং জুলাই ১৯৯৬ হতে জুন ২০০১ পর্যন্ত পাঁচ বছর তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ফেব্রুয়ারি ১৯৮৮ সালে যোগদান করে ৩২ বছর সরকারি চাকরিতে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। চাকরি জীবনের শুরুতে তিনি ১০ বছরের অধিককাল ফেনী, চাঁদপুর, কক্সবাজার ও ঝালকাঠী জেলায় সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে চাকরি করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে ১৯৮৩ সনে বিএসএস (অনার্স) এবং ১৯৮৪ সনে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া চাকরিকালীন সরকারের অনুমতি নিয়ে এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। মোঃ আখতার হোসেন দেশে-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারী দায়িত্বের অংশ হিসাবে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ভিয়েতনাম, পেরু, সাউথ আফ্রিকা ও মালাউয়ি ভ্রমণ করেছেন। এছাড়া তিনি দক্ষতা উন্নয়নের জন্য ইউএসএ, কানাডা, নেদারল্যান্ড, জাপান ও সিংগাপুর হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি সরকারী দায়িত্বের অংশ হিসেবে ভারত, পাকিস্তান ও নেপাল ভ্রমণ করেছেন।
মোঃ আখতার হোসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট এবং এলামনাই এসোসিয়েশনের সদস্য। এছাড়া তিনি ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য।
ব্যক্তিগত জীবনে তিনি বেগম মাহবুবা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একপুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার পুত্র নাফিজ ইমতিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ক্লাসের ছাত্র এবং কন্যা জেরিন তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে অনার্সের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।