কাস্টমস কমিশনার পদমর্যাদায় কর্মরত বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের চার কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। ৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
দ্বিতীয় সচিব মো. আবুল বাশার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীলাত) ট্রাইবুনাল ঢাকায় কর্মরত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে রংপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার পদে বদলি করা হয়েছে। কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বদলি করা হয়েছে ঢাকার শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক পদে।
এছাড়া রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) পদে কর্মরত শওকত আলী সাদীকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) পদে এবং কমিশনার হিসেবে সদ্য ‘চলতি দায়িত্ব’ প্রাপ্ত খালেদ মোহাম্মদ আবু হোসেনকে কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।