সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ৭২ তম জন্মদিন আজ সোমবার। মন্ত্রীর শুভ জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
সূত্রমতে, নুরুজ্জামান আহমেদ ১৯৫০ সালের ৩ জানুয়ারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম করিম উদ্দিন আহমেদ ও মাতার নাম নূরজাহান বেগম। ২০১৪ ও ২০১৮ সালের যথাক্রমে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার পিতা করিম উদ্দিন আহমেদও লালমনিরহাট-২ আসন থেকে ১৯৭০ ও ১৯৭৩-এর নির্বাচনে (তৎকালীন রংপুর-৬ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন।
নুরুজ্জামান আহমেদ স্থানীয় বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তুষভাণ্ডার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কারমাইকেল কলেজে ভর্তি হন এবং ব্যবসায়ে স্নাতক সম্পন্ন করেন।