সামাজিক সংগঠন সম্প্রীতির পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা প্রবীণ নিবাসে আম,কাঁঠালসহ অন্যান্য খাবার উপহার দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় সম্প্রীতির সদস্যরা প্রবীন নিবাসে উপস্থিত হয়ে আম, কাঁঠালসহ এগুলি উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন, সম্প্রীতির সভাপতি নাহিদুল হক, সহসভাপতি আব্দুর রব নাহিদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানা, খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক শহিদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক আরিফ রেজাসহ অনান্যরা।
সম্প্রীতির সভাপতি নাহিদুল হক জানান, প্রবীনদের সাথে নবীনদের সুসম্পর্কের মাধ্যমে সম্প্রীতি গড়ে তুলার ভাবনা থেকেই আমরা মহানন্দা প্রবীন নিবাসে আম, কাঁঠাল সহ অনান্য খাবার নিয়ে গিয়েছিলাম।