রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রেজাউল করিম ওরফে চশমা রেজাউল (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।চশমা রেজাউল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চর ভাবনচুর গ্রামের নুর বকসের ছেলে।
জানাগেছে, মঙ্গলবার রাজবাড়ী জেলা শহরের বড়পুল মোড়ে আরোগ্য ক্লিনিকের এর সামনে পাকা রাস্তার উপর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে চেক পোষ্ট পরিচালনা করা হয়। সে সময় থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৪০ বোতল ফেন্সিডিলসহ মোঃ রেজাউল করিম ওরফে চশমা রেজাউল (৪০) কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।