জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম সারওয়ার মুর্শেদ ও জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার প্রমূখ। এছাড়াও স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।