চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, মুক্তিযোদ্ধা কর্ণার, মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরি এবং বীর নিবাস নির্মাণ বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান বাচ্চু, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান ও আবদুল হামিদসহ অন্যরা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন, বীর নিবাস নির্মাণ এবং মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরি ও মুক্তিযোদ্ধা কর্ণারের নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে সকলের সহযোগিতায় কামনা করেন বক্তারা।