গোয়ালন্দে জনগণের সুবিধার্থে পৌরসভার এক নং ওয়ার্ডে পুকুরের ঘাটলা তৈরী কাজের উদ্বোধন ও দোয়ার আয়োজন করা হয়।
গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ড, মান্নান মাস্টারের বাড়ির সামনের পুকুরের ঘাটলা তৈরীর কাজ ২৮/০৫/২০২৩ সকাল দশ ঘটিকায় শুরু করা হয়। এ সময় পুকুরের খাটলা তৈরি কাজের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন পুকুরের ঘাটলার কাজ সম্পূর্ণ হলে এই এলাকার জনগণের অনেক সুবিধা হবে তারা প্রয়োজনীয় কাজ এই পুকুর হতে সম্পূর্ণ করতে পারবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী ফেরদৌস আলম খান, উপ-সহকারী রেহানা পারভীন ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।