চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগী ফেন্সী বেগমকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বুধবার দুপুরে ব্যক্তিগত তহবিল হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই রোগীর হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ প্রমূখ। এর আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা গেছে- গত আট মাস আগে গর্ভাবস্থায় ক্যান্সার ধরা পড়ে চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর শরিফুল ইসলামের স্ত্রী ফেন্সী বেগমের। পরে তাদের ঘরে ছেলে সন্তান জন্ম নিলে দুধ না পুষ্টিহীনতায় ভুগছিল শিশুটি। সোমবার খবর পেয়ে ওই রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করে দুই মাসের শিশু আবিদ হাসানের লালন পালনের দায়িত্ব নেন চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা।