শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১০/১২জন আহত হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। উভয় পক্ষ শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দিয়েছে। এক পক্ষের বাদী আক্তারা খাতুন। মামলা নং ১০, তারিক ১০-০৫-২০২৩, অন্যনিকে উলমে কুলসুম বাদী হয়ে মামলা করেছে। মামলা নং ১১, তারিখ ১০-০৫-২০০২৩।
আক্তারা স্বাক্ষরিত এজাহার দ্বয় সূত্রে জানা গেছে ১০ মে সকাল প্রায় সাড়ে সাতটার দিকে একই পাড়ার মোস্তফা, শাহাদাত হোসেন, রাকিব আলি, সেরিনা বেগম,বাহার আলি,হাদি আলি সহ ১৪/১৫জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অনাধিকার ভাবে বাদীর দাদার বাড়িতে আমিনুল ইসলামের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরত্বর জখম করে।এ সময় তাকে রক্ষা করতে তার ছেলে আজিজুল ইসলাম, মোসলেমা বেগম,ভোদু মন্ডল,সেলিম রেজা, লুটু আলি এগিয়ে আসরে তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে। তাদের আর্তনাদে স্থানীয়া এসে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে ভোদু, আজিজুল ইসলাম ও মোসলেমা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অন্যদিকে উলমে কুলসুম স্বাক্ষরিত এজাহার সুত্রে ও বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে বাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাত হোসেন জানান পূর্বশত্রুতার জের ধরে সকাল সাড়ে সাতটার দিকে আমিনুর রহমান মংলু হাজি, তার ছেলে আজিজুল বাবু,রেজাউল হক,শহিদুল ইসলাম, বরজাহান আলি,এসরাইল আলি সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন সহ ১৪/২০জনের একটি সন্ত্রাসী দল হত্যার উদ্দেমেশ আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরতর জখম করে। এ সময় আমাকে রক্ষা করে এগিয়ে আসা মোস্তাফাজাম্মান, সাখায়াত হোসেন, ফজলে রাব্বী, হাদি এগিয়ে আসরে তাদেরকে একই ভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমরা শাহাদাত হোসেন, মোস্তাফাজামান, সাখাওয়াত হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি এবং আরো তিনজন ফাজলে রাব্বী হাদির আব্দুর বাকি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি এজাহার দেযা হযেছে। পুলিম দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো আমিনুর রহমান মংলু,হাদি ও বাবুল।
এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই সুজন আলি বলেন, উভয় পক্ষের মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে।