শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ মে, ২০২৩ ০৯:০৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দিনব্যাপি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকীর নেতৃত্বে উত্তর উজিরপুর মাঝা গ্রামের জোবদুল আলীর ২ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন তারা। কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০-২৫ জন নেতাকর্মী অংশ নেন ধান কাটার কাজে।

    ধান কেটে দেওয়া প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। জোবদুল আলী শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে, তার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।

    তিনি আরো বলেন, দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সবসময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী তাদের নিজ নিজ এলাকায় কৃষকের ধান কেটে সহায়তা করেছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।

    ধান কাটার সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন ডলার, মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম ইমরান খান, দূর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ আলী, পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসিকুল ইসলাম আসিক, শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন রেজা, মোবারকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খান নাহিদসহ অন্যরা। উল্লেখ্য, আসন্ন দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার মনোনায়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ছাত্রলীগের এই কাজে সার্বিক সহযোগিতা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর