চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার সকাল দশটায় নলডুবুরী গোরস্থানে মরহুমের নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। এর আগে রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, বীরমুক্তিযোদ্ধা আবদুল হামিদ ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিরা।