শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শিবগঞ্জে ভাঙ্গা হয়েছে সিন্ডিকেট, দখল মুক্ত সরকারি সম্পত্তি

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ভাঙ্গা হয়েছে সিন্ডিকেট, দখল মুক্ত সরকারি সম্পত্তি

    শিবগঞ্জে প্রশাসনিক হস্তক্ষেপে ভুমি দস্যুদের মাঝে এক ধরনের আতংকের সৃষ্টি হয়েছে। ভেঙ্গে দেয়া হয়েছে সিন্ডিকেট। বন্ধ হয়েছে অবৈধভাবে পদ্মা ও পাগলা নদী হতে বালু ও মাটি  উত্তোলন  অবৈধভাবে খাস জমি দখল,  অবৈধভাবে পুকুর খনন ও প্রকাশ্য মাদকের আড্ডা বসা  ব্যাপক হারে কমেছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে খাস জমি দখল, খাস পুকুর দখল  পুকুর খনন, বালু উত্তোলন বন্ধ করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) জোবেয়ার হোসেনের নেতৃত্বে  গত জুলাই ২০২২ হতে ১০এপ্রিল ২০২৩ পর্যন্ত মোট ২২টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযান গুলিতে  ১৭জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে এবং সাতজনকে ৯৫,১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। তাছাড়া কয়েকটি ড্রেজার ও ট্রাক বিকল করা হয়েছে।


    শিবগঞ্জ উপজেলা ভুমি অফিস সুত্রে জানা গেছে গত ২২ জুলাই ২০২২খ্রী: তারিখে কানসাট বাজারের পাশে পাগলা নদীর উপর ব্রীজ এলাকায়, ৩০ ডিসেম্বর শিবগঞ্জ স্টেডিয়ামে, ৩১ ডিসেম্বর ২০২২ ও ৮ জানুয়ারী ২০২৩ পাঁকা ইউনিয়নের বগলাউড়ি ঘাট এলাকায়, ১৬ জানুয়ারী সাত্তার মোড় বালু ঘাট এলাকায় ১৯ জানুয়ারী কানসাট পুকুরিয়া এলাকায ২০ জানুয়ারী আড়গাড়া হাট এলাকায়, ২১ জানুযারি সোনামসজিদস্থ সালামপুর গ্রামে, ২২ জানুয়ারী দাইপুকুরিয়াস্থ উত্তর জগনাথপুর গ্রামে,২৩ জানুয়ারী দূর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর পদ্মা নদীতে, ২৫ ও ২৬ জানুয়ারি সোনামসজিদস্থ কয়লা বাড়ি এলাকায়, ২৮ জানুয়ারি শিবগঞ্জ তর্তীপুর ঘাট এলাকায় গঙ্গাস্মান মেলায় ৩০ জানুয়ারী দূর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর ঝালপাড়া ঘাট, ৩১ জানুয়ারী শিবগঞ্জ উপজেলা ভুমি অফিস চত্বরে  ৩ ফেব্রæয়ারী দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর পদ্মা নদীর ঝালপাড়া ঘাটে ও তর্ত্তীপুর গরুর হাটে ৯ ফেব্রুয়ারি মনাকষা ইউনিয়নের বনকুল মোড়ে, ১৩ ফেব্রুয়ারি মোবারকপুর ইউনিয়নের গুয়াবাড়ি চাঁদপুরে,১৫ ফেব্রুয়ারি নয়ালাভাঙ্গা ইউনিয়নের পাড়দিয়াড় গুচ্ছগ্রাম সংলগ্ন, ১ মার্চ  গোড়াপাখিয়া  ৬নং বাঁধস্থ পদ্মা নদীতে ও ছত্রাজিতপুরস্থ পদ্মা নদীতে ৫মার্চ তর্ত্তিপুর ব্রীজ এলাকায়, ৮মার্চ উজিরপুর ইউনিয়নস্থ সাত্তার মোড়স্থ পদ্মা নদীতে  ৭ এপ্রিল ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৬নং বাধস্থ পদ্মা নদীতে  ও ১০ এপ্রিল কানসাট ইউনিয়নের পাগলা নদীর ব্রীজ এলাকায় অভিযান চালানো হয়। তার মধ্যে  ছয়টি অভিযানে কাউকে পাওয়া যাযনি। টের পেয়ে আগেই পালিয়ে যায়। আটটি অভিযানে চারজনকে ১০ হাজার টাকা করে, একজনকে ১০০ টাকা, একজনকে  ৪০ হাজার টাকা,  একজনকে ১৫হাজার টাকা, দুইজনকে ৫হাজার টাকা করে  মোট নয় জনকে অর্থ জরিমানা করা হয়। বাকী চারটি অভিযানে পাঁচজনকে  একমাস করে , একজনকে  ২০দিনের ও একজনকে ১৫দিনের কারাদন্ড দেয়া হয়।

    উল্লেখ্য যে শিবগঞ্জে নদী থেকে মাটি ও বালু উত্তোলন, নদীর জমি দখল, খাস পুকুর দখলে কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট  কাজ করছে।যারা অনেক সময় রাজনৈতিক নেতাদের তদবিরের মাধ্যমে  প্রশাসনকে ম্যানেজ করে বালূ ও মাটি উত্তোলন ও নদীর জমি ও খাস জমি দখল করে আসছে। ফলে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে অন্যদিকে  নদীর পাড় এলাকার হাজার হাজার পরিবার হুমকির মধ্যে পড়ছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জোবায়ের হোসেন  উক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসনকে  ম্যানেজ করার প্রশ্নই আসে না ।

    তিনি বলেন, পাঁচ ও ছয় নম্বর বাঁধ এলাকায় প্রায় ১০টি স্পট রয়েছে, যে স্পটগুলিতে এর আগে বিনা বাধায় পদ্মা নদী হতে বালু ও মাটি  উত্তোলন করে আসছিল  কয়েকটি সিন্ডিকেট। প্রতিটি স্পটে অভিযান চালিয়ে বালু ও মাটি ্উত্তোলন বন্ধ করা হয়েছে। ভেঙ্গে দেয়া হয়েছে সিন্ডিকেটগুলো। যদিও কোন ছোট ছোট সিন্ডিকেট থেকেই থাকে, তা আর থাকবে না। কারন   এ অভিযান চলবেই।  কয়েকটি খাস পুকুর ভুমি দস্যুদের হাত থেকে উদ্ধার করেছি। বাকীগুলোও উদ্ধার করবো  ইনশাল্লাহ।

    তিনি আরো জানান কেবল মাত্র ব্যক্তিগত পুকুরগুলো সংস্কার করতে পারবে । কিন্তু তিন ফসলি জমিতে কোনক্রমেই  অন্যের ক্ষতি করে কেউ পুকুর খনন করতে পারবে না। তিনি আরো বলেন শিবগঞ্জের পাগলা ও পদ্মা নদী,  নদীর মাটি ও বালূ হলো রাষ্ট্রীয় সম্পদ।  নদী থেকে মাটি ও বালূ উত্তোলন ও নদীর জমি সিন্ডিকেটের মাধ্যমে দখল করার চেষ্টা করলে তার জোরালা ভাবে প্রতিরোধ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ন