ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) অ্যাডভোকেট হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) কে দলীয় মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন।
চরমোনাই মাদরাসা ময়দানে চলমান বিশেষ তা’লিম-তারবিয়াতে শুক্রবার পীর সাহেব চরমোনাই হাজার মানুষের মাঝে এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের উপস্থিতিতে হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীল মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।