জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণকারী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসদ পরিষদ (স্বাচিপ) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আজ ২৪ ডিসেম্বর। দিনটি পালন উপলক্ষ্যে আজ ধানমণ্ডি –৩২ -এ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন স্বাচিপ নেতারা।
বেলা ১১ টায় স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।