‘ভোটার হব নিয়ম মেনে— ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় ভোটার দিবস—২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহিদ হাসান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি বণার্ঢ্য র্যালি বের হয়। আলাচনা সভায় একজন ভোটারের গুরুত্ব ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।