শিবগঞ্জে নারী উদ্যোক্তাদের কর্মস্পৃহা উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা অফিসর কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম এবং আম ব্যবসায়ী উদ্যোক্তা ইসমাইল হোসেন শামীম খানসহ অন্যরা। সভায় নারী উদ্যোক্তাদের কর্মস্পৃহায় উদ্বুদ্ধকরণে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।