‘‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শিবগঞ্জ মডেল মসজিদ সংলগ্ন আমবাগানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস প্রমূখ। মেলায় উন্নতজাতের গাভী, বকনা, ছাগল, হাঁস ও খরগোশসহ ৪৫টি স্টল অংশ নেয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।