হাসপাতালে অসহায় গর্ভবতী আক্তারার চিকিৎসার দায়িত্ব নিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। অসহায় গর্ভবতী আক্তারা হলো শিবগঞ্জ পৌরসভাধীন জালমাছমারী গ্রামের রাজমিস্ত্রি মেরাজের স্ত্রী। প্রায় এক সপ্তাহ আগে আক্তারার বাবা ডাকু আলী বিষয়টি সহকারী কমিশনার জুবায়ের হোসেনকে জানালে তিনি তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা নেন। হাসপাতালে ভর্তির তিনদিন পর আক্তারা একটি পুত্রসন্তান প্রসব করলে জুবায়ের হোসেন সংবাদ পাওয়া মাত্র ছুটে যান এবং তার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার খরচের দায়ভার গ্রহন করেন।সংগে সংগে সদ্য প্রসবকৃত পুত্র সন্তানের জন্য পোশাক কিনে দেন।
উল্লেখ্য তিনি শিবগঞ্জে সহকারী কমিশনার(ভূমি)পদে যোগদানের পর থেকে ভূমি সেবা দেয়ার সাথে সমাজ সেবামূলক কাজের মাধ্যমে দুঃস্থ ও অসহাশ মানুষের সাহায্য করে আসছেন।ফলে তিনি শিবগঞ্জে দুঃস্থ অসহায় বান্ধন অফিসার হিসাবে পরিচিতি লাভ করেছেন।