শিবগঞ্জে প্রবীণ হিতৈষীদের প্রবীণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার কানসাটস্থ বঙ্গবন্ধু ম্যাংগো মিউজিয়ামে এই প্রবীণ সমাবেশ ও বনভোজ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রবীণ হিতৈষী শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আয়াত।সহ সভাপতি মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক ইকলেসুর রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ, কানসাট ইউপি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শফিকুল আলম বিশ্বাস, কানসাট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সহ অন্যরা।
সভায় প্রধান অতিথি নির্বাহী অফিসার আবুল আয়াত প্রবীণদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এই সমাজের এক একটি নক্ষত্র। যা দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন। যা সমাজের উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করেছেন। বিগত দিনের মতোই বর্তমানেও আমাদের পাশে থেকে সহযোগিতা কবরেন। তিনি আরো বলেন, প্রবীণদের অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের ভূমির নামজারি সহ ভূমি সংশ্লিষ্ট কাজ সহজীকরণ করা হবে। যেনো আপনারা কোন হয়রানিতে না পড়েন। এছাড়া স্বাস্থ্য সেবার বিষয়টিও আপনাদের প্রতি তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।