শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বইমেলায় শামিম আরা স্মৃতির ‘আকাশজুড়ে কালো মেঘ’ ও ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন

    বইমেলায় শামিম আরা স্মৃতির ‘আকাশজুড়ে কালো মেঘ’ ও ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’

    এবারের অমর একুশে বইমেলায় এসেছে কবি, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক শামিম আরা স্মৃতির উপন্যাস ‘আকাশজুড়ে কালো মেঘ’ ও কাব্যগ্রন্থ ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’। বই দুটি পাওয়া যাবে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘বিশ্বসাহিত্য ভবন’-এর ১৭ নম্বর প্যাভিলিয়নে।

    শামিম আরা স্মৃতি একজন নারীকেন্দ্রিক লেখক। তিনি তার ‘আকাশজুড়ে কালো মেঘ’ উপন্যাসে নারীদের প্রাত্যহিক জীবনের বঞ্চনার কথা, সংগ্রামের কথা, ভালোবাসার কথা তুলে ধরেছেন সুনিপুণভাবে। জীবন সংগ্রামে চলার পথে কখনও কখনও নারীদের যে নির্মম নিষ্ঠুরতার কাছে হেরে যেতে হয়, তা তিনি এ উপন্যাসে ‘সোমা’ নামক চরিত্রের মাধ্যমে নিরূপণ করেছেন। অন্যদিকে ঘুনেধরা এ সমাজে নারীদের প্রতি কিছু মানুষরূপী পশুরা যে কতটা নিষ্ঠুর হতে পারে সে বিষয়েও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।

    শামিম আরা স্মৃতি বলেন, এ সমাজে সোমার মতো নারীরা একটু ভালোবাসার জন্য বাঁচতে চায়, ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে। বারবার স্বপ্নকে বাঁচাতে চায়। কিন্তু সামাজিক নির্মমতার কাছে হেরে যায়। ভালোবাসা হাতড়ে মরে। রক্তাক্ত হয়।

    শামিম আরা স্মৃতি বাংলাদেশ সিভিল সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের একজন সদস্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং বাংলাদেশ স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এবারের বইমেলায় ‘গুচ্ছ গুচ্ছ স্বপ্ন’ নামে তার আরও একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।

    শামিম আরা স্মৃতির জীবনী: বাবা-মায়ের নিকট সেই স্মৃতি জাগানিয়া দিনটি হলো ১৯৭৮ মাসের ২০ নভেম্বর, যেদিন তাঁদের কোল আলোকিত করে ধরাধামে আসেন শামিমআৱা স্মৃতি ।

    কুষ্টিয়া জেলার দৌলতপুরস্থ বিল বোয়ালিয়া গ্রামের মেয়ে স্মৃতির বাবা মো. সিরাজুল ইসলাম মহান স্বাধীনতা যুদ্ধের এক অকুতোভয় সিপাহসালার, মুক্তিযোদ্ধা। মাতা আনোয়ারা ইসলাম।তার স্বামী মোহাম্মদ নাছির উদ্দিন ২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারেরর একজন কর্মকর্তা।

    সেই ছোটবেলা থেকে স্মৃতির লেখালেখির অভ্যাস, যেটির সূত্রপাত বিদ্যালয়ের চৌহদ্দিতে, স্মরণিকা প্রকাশের মাধ্যমে। কর্মজীবনে গুরুদায়িত্ব পালনের সাথে সাথে স্মৃতি ক্রমে হয়ে উঠেছেন এক পরিশীলিত কবি, গল্পকার, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক।


    তাঁর আবেগ,  চিন্তা, অনুভূতি প্রায়শঃ প্রকাশরূপ পায় নারীর প্রতি অবমাননা, নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনা, সামাজিক অসঙ্গতি ও  অসহায় মানুষদের স্বপক্ষে। তাঁর লেখায় ধর্মীয় আবেগ, অনুভূতি লক্ষণীয়। তাঁর লেখার পাঠকপ্রিয়তা উল্লেখ করার মতো।

    ভ্রমণ তাঁর জীবনাচারদের আরেক অনুষঙ্গ। ফুরসৎ পেলেই সপরিবারে বেরিয়ে যান কোথাও। পাখির সাথে, মুনের সাথে মিতালি তাঁর সহজাত স্বভাব।

    আগের ১৯ টি বইয়ের মত এবারের বই মেলায় তার প্রকাশিত বইগুলোও পাঠকপ্রিয়তা পাবে বলেই  পাঠকদের দৃঢ় প্রত্যাশা।

     




    সাতদিনের সেরা খবর

    ফিচার - এর আরো খবর

    `আম্মু ওঠো’, 'আম্মু ওঠো'-কাঁদছে আরিয়ান-আয়ান

    `আম্মু ওঠো’, 'আম্মু ওঠো'-কাঁদছে আরিয়ান-আয়ান

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন

    আকাশে উড়োজাহাজ উড়লেই কাঁপছে বুক!

    আকাশে উড়োজাহাজ উড়লেই কাঁপছে বুক!

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন

     ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

    ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন

    বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

    বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন

    ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

    ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

    ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২৮ অপরাহ্ন