স্বল্প সময়ে বিচারপ্রার্থীকে আইনের প্রতিকার দিতে তাগিদ দিয়েছেন প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন স্বল্প সময়ে আইনের প্রতিকার দেয়া আদালত ও আইনজীবি উভয়েরই দ্বায়িত্ব। চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য বিচারপতি এ.টি.এম ফজলে কবীর, জেলা ও দায়রা জজ আদীব আলী, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার আবদুর রকিব।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-পায়রা উঠিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জ ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ও আদালত চত্বর ও আইনজীবি সমিতির চত্বরে দুটি আমের ও একটি কৃষœচুড়া ফুলের চারাগাছ রোপন করেন।