নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীয়া প্রতিযোগিতা ও বিকেল ৪ টায় পুরুষ্কার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার।
আরো উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মো: আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমার, উপজেলা মৎস কর্মকর্তা মো: আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমূখ।