ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ নামক স্হানে কয়েকজন মেধাবী তরুণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গড়ে তুলেছে ‘দায়িত্বের বন্ধন ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠন।
সংগঠনটি এখন ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অসহায়, হতদারিদ্র, মেধাবী ছাত্র/ছাত্রীদের আশ্রয়স্থল। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে অসহায় হতদরিদ্র মানুষের জন্য নিঃস্বার্থ সেবামূলক কাজ সম্পাদিত করা। সংগঠনটি মূলত কিছু মেধাবী তরুণ মানবিক ছাত্র/ছাত্রী ও কিছু দানশীল ব্যক্তিদের নিঃস্বার্থ সহযোগিতায় সংগঠনি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দায়িত্বের বন্ধন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০ ডিসেম্বর দুপুরে ইউনিয়নের "অর্ধশত" হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ী, লুঙ্গি ও শীতবস্ত্র বিতরন কর্মসূচি পালন করা হয়। এছাড়া সংগঠনটি বৃক্ষরোপন, করোনা মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা, মাস্ক বিতরণ, নানা ধরনের সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে।
ইউনিয়নের "অর্ধশত" হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ী, লুঙ্গি ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বের বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাসিবুর রহমানসহ ফাউন্ডেশনের দায়িত্বরত ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ, মানবিক সমাজসেবক বৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, এই সংগঠনটি ইউনিয়নের অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সেবামূলক কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা করে থাকে। সংগঠনটির সদস্যরা বলেন, আমরা সব সময় অসহায়, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি । দায়িত্বের বন্ধন ফাউন্ডেশনের সভাপতি হাসিবুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য- এই ধারাবাহিকতায় আমরা কয়েকজন বন্ধু মিলে সম্মিলিতভাবে মানুষের সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছি। তিনি বলেন, সবাই আমাদের জন্য দোয়া/আশীর্বাদ করবেন "আমরা যেন মানুষের সেবা করার মাধ্যমে তাদের দুঃখ দুরর্দশা কিছুটা হলেও লাঘব করতে পারি।