শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে
শিবগঞ্জের মনাকষাতে ১৫ শ অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে মনাকষা হুমায়ুন রেজা উচ্চবিদ্যালয় মাঠে ছাত্রলীগ,যুবলীগের যৌথ সহযোগিতায় সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়রসহসভাপতি ও থানা আওয়ামীলীগের সহসভাপতি সাহিদা খাতুন রেখা, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম,লাল্টু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংগঠনের নেতা বিশিষ্ট সমাজ সেবক আল মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এমরান আলি,সাধারণ সম্পাদক শামীম রেজা,সাবেক সাধারণ মোজাম্মেল হক সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উল্লখ্য সৈয়দ নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভার।২৫ হাজার অসহায় শীতার্থ মানুষকে কম্বল বিতরণের পরিকল্পনা করেন।এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে মনাকষা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫ শ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইতিমধ্যে উপজেলার নয়ালাভাঙ্গা,শাহাবাজপুর ও শ্যামপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে এবং বাকী ইউনিয়নগুলিতে একইভাবে কম্নল বিতরণ করা হবে।