চাঁপাইনবাব্গঞ্জের শিবগঞ্জ সাব রেজিস্ট্রার ইউসুফ আলী কে লাঞ্ছিতের অভিযোগে সারাদেশে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। বুধবার সকাল থেকে সারাদেশে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এর আগে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলী কে তাঁর এজলাস কক্ষে লাঞ্ছিতের অভিযোগ করা হয়। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়।
বলা হয়-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্টার মো.ইউসুফ আলীকে মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাঁর এজলাস কক্ষে সরকারি দায়িত্বপালন কালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াত কর্তৃক শারীরীকভাবে লাঞ্ছিত ও মোবাইল কেড়ে নেয়া এবং তাঁর উস্কানী ও নির্দেশে কতিপয় সন্ত্রাসী পরিকল্পিতভাবে হকিস্টিক ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে মারাত্বকভাবে আহত ও জখম করায় এমন ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন সারাদেশে জেলা রেজিস্টার ও সাব রেজিষ্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়।
জানাযায়,শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান। এরপর তাঁর স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকূলে পেনশনের টাকার সুপারিশের জন্য শিবগঞ্জ সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। উল্টো কাজ না করে হয়রানির অভিযোগ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী হামলায় শিকার হন ওই সাব রেজিস্ট্রার। পরে স্থানীয় অনেকেই হামলায় যোগ দিলে সাব রেজিস্ট্রার মাথায় গুরুতর আঘাত পান।