চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি’র সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগের পর আসনটি শুন্য হওয়ায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে মাঠে নেমেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ-২সহ দেশের ৫টি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আসনটিতে। এতে আওয়ামী লীগের মনোনয়ন কে পাবেন -এ আলোচনায় সরব চাঁপাই নবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান। কেন্দ্রীয সিদ্ধান্ত মোতাবেক বিএনপি-জামায়াত এই উপনির্বাচনে অংশ নেবে না । অন্য দলগুলির তেমন কোন প্রভাব নেই। ফলে আওয়ামী লীগের মনোনয়নের লড়াইটাই বেশি গুরত্বপূর্ণ। এ নির্বাচনে প্রার্থী হতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের ৬জন নেতা। দলটির সহযোগী সংগঠনের নেতারাও আছেন মনোনয়নপ্রত্যাশীদের তালিকায়। প্রত্যেকেই নিজের যোগ্যতা তুলে ধরে এ আসনে হতে চান নৌকার মাঝি।
প্রার্থীদের অনেকেই যোগাযোগ করছেন দলের হাইকমান্ডের সঙ্গে।জনসংযোগ বা জনসমর্থন সৃষ্টিতে ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ তৎপর সম্ভাব্য প্রার্থীরা। স্থানীয় ভোটাররা জানিয়েছেন, দলীয় মনোনয়ন পেলেই নিশ্চিত বিজয়-এই ধারণা থেকে প্রার্থীরা সুযোগ হাতছাড়া করতে চান না। তাই এত প্রার্থীর ছড়াছড়ি। স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে চলছে জোর লবিং। চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে আছেন তুখোর সাবেক ছাত্রলীগ নেতা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন। চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী জিয়াউর রহমান বলেন, উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা চেষ্টা করবেন- এটাই স্বাভাবিক।
নেত্রী যে সিদ্ধান্ত দেবেন, সেটাই আমরা মাথা পেতে নেবো। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হলেও হাল ছাড়েননি সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। তিনি এলাকায় থেকে নিজের অনুসারী নেতাকর্মীদের সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে আসছেন। গোলাম মোস্তফা জানান, দলের মনোনয়নে ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হই। বিগত ২০১৮ সালের নির্বাচনেও আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। মনোনয়ন না পেলেও দলের নির্দেশ মেনে নৌকার পক্ষে কাজ করেছি। এবার আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। এ আসনের উপনির্বাচনকে সামনে রেখে গোমস্তাাপুর উপজেলার রহনপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন।