চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় তৃতীয় লিঙ্গদের পুনর্বাসনে মতবিনিময় সভা ও তথ্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদা খাতুন, গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ভোলাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন, রেজিস্ট্রেশন কর্মকর্তা ফিরোজ কবির, হাসপাতাল কর্মকর্তা সাহিদুল ইসলাম, ইমতিয়াজ কবির, নয়ালাভাঙা ইউপির প্যানেল চেয়ারম্যান রায়হান কবির ও তৃতীয় লিঙ্গের গুরু মাতা ববিতাসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল ¯্রােতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্ততায় কাজ করছে সরকার। অনুষ্ঠানে জেলার ৭০ জন তৃতীয় লিঙ্গের তথ্য সংগ্রহ করা হয়।