শিবগঞ্জের সীমান্তে বিএস এফের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত ও এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।নিহত যুবক হলো জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও সড়াপাড়া গ্রামের বাইরুল ইসলামের ছেলে শামীম উদ্দিন (২৫) ও আহত যুবক হলো একই উপজেলার পাকা ইউনিয়নের ৯ওয়ার্ডও পোড়াপাড়া গ্রামের মৃত সোহবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম(৩০)।
নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে রোববার বিকালে একদল মাদক ব্যবসায়ী বিশরশিয়া পিওপির অধীনস্ত ১৬/৪ এস নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। মাদক নিয়ে তারা বড়ি ফিরার সময় রবিবার দিবাগত রাত ২টার দিকে চাদনীচক ক্যাম্পের বি এস এফরা টের পেযে গুলি করলে ঘটনাস্থলেই শামীম উদ্দিন মারা যায় এবং শরিফুল ইসলাম ডানহাতে গুলিবিদ্ধ হয়। এ সময় তার সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গোপনে তার চিকিৎসা চলছে।
এব্যাপারে দুর্লভপুর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল গফুর ঝড়–, শামীমের নিহত হওযার ঘটনা নিশ্চিত করে বলেন লাশ এখনো ভারতের অভ্যন্তরে আছে এবং পাকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শরিফুল ইসলামের আহত হওযার খবর নিশি^ত করে বলেন শরিফুল ইসলামকে গোপনে চিকিৎসা করানো হচ্ছে। তবে কোথায় আছে তা জানি না। এব্যাপারে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো:নাহিদ হোসেনের সাথে মুঠোফোনে যোগযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।